২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:৩০

বিএসএফ-কে মিষ্টি উপহার বিজিবির

নিজস্ব প্রতিবেদক:

বাংলা নববর্ষ ১৪২৫ বরণে বৈশাখী আনন্দকে ভাগাভাগি করে নিতে হিলি সীমান্তে আনুষ্ঠানিকভাবে বিএসএফ-কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার সকাল ১০টার দিকে হিলি চেকপোষ্টের শূন্য রেখায় আনুষ্ঠানিকভাবে ভারতীয় সীমান্তরক্ষীদের মিষ্টি উপহার দেওয়া হয়।

এ সময় বিজিবি হিলি চেকপোষ্ট কোম্পানী কমান্ডার আবু নাছের ভারতের ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের ভারত হিলি ক্যাম্প কমান্ডেন্ট ইন্সপেক্টর ওয়াজির চান এর হাতে মিষ্টি তুলে দেন।

বিজিবি হিলি চেকপোষ্ট কোম্পানী কমান্ডার আবু নাছের জানান, সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রাখতে দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে একে অপরের মধ্যে মিষ্টিসহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রীর মাধ্যমে শুভেচ্ছা বিনিময় হয়ে থাকে।

সীমান্তে পহেলা বৈশাখ উপলক্ষে হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানির সকল কার্যক্রম বন্ধ থাকলেও চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক ছিলো।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ১৪, ২০১৮ ১:২৩ অপরাহ্ণ