১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৯

বৈশাখে গাইবেন জেমস

বিনোদন ডেস্ক :

বাংলা নতুন বছরকে বরণ করতে চলছে নানা আয়োজন। বরাবরের মতো এবারো রমনার বটমূলে ছায়ানট আয়োজন করেছে বর্ষবরণ অনুষ্ঠান। ৫১তম এ আয়োজনটি শুরু হবে ভোর সোয়া ছয়টায়। বাঁশিতে ভোরের রাগালাপ দিয়ে সূচনা হবে। দেড় শতাধিক শিল্পীর অংশগ্রহণে এটি শেষ হবে সকাল সাড়ে ৮টায়।

অন্যদিকে বর্ষবরণ উপলক্ষে রমনার জামতলায় গাইবেন নগর বাউলখ্যাত সংগীতশিল্পী জেমস। বাংলা ভাষাভাষী মানুষের সর্বজনীন উৎসব পয়লা বৈশাখের আনন্দ আরো বাড়িয়ে দিতে মঞ্চে ওঠবেন তিনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ আয়োজিত এ অনুষ্ঠানে আরো গাইবেন-ব্যান্ডদল ফিডব্যাক, পিন্টু ঘোষ, ঐশী, লুইপা, সালমা। এছাড়াও থাকবে নানা আয়োজন।

সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানটি শুরু হবে। চলবে বিকাল ৫ টা পর্যন্ত। রমনার জামতলা থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বৈশাখী টেলিভিশন।

 

প্রকাশ :এপ্রিল ১৪, ২০১৮ ১২:০৯ অপরাহ্ণ