১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯

মঙ্গল শোভাযাত্রায় সোনার মানুষ হবার প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক:

বাংলা বর্ষবরণের প্রধান অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে এই শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রাটি শাহবাগ হয়ে শেরাটন হোটেল, সেখান থেকে ইউটার্ন করে টিএসসি ঘুরে আবার চারুকলার সামনে এসে বেলা ১০টা ১২ মিনিটে শেষ হয়।

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’- বাউল সম্রাট লালন সাঁইজির এই অমর সৃষ্টিকে প্রতিপাদ্য করে মঙ্গল শোভাযাত্রা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা নিজেদের সোনার মানুষ হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। মঙ্গল শোভাযাত্রায় যোগ দিতে সকাল থেকে ঢাকার বিভিন্ন স্থান থেকে নানা বয়সীরা চারুকলার সামনে জড়ো হন। ঘড়ির কাটায় নয়টা বাজার সঙ্গে সঙ্গে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা।

মা পাখি সাথে ছানা, হাতি, মাছ ও বক, মহিষ, সূর্য, টেপা পুতুল এবং সাইকেলে মা ও মেয়ে- এবার এই ৭টি মোটিফ নিয়ে অংশগ্রহণকারীরা শোভাযাত্রা এগিয়ে নিয়ে যান। শোভাযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ছাড়াও চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

মঙ্গল শোভাযাত্রা ছাড়াও বাংলা নববর্ষকে কেন্দ্র করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১৪, ২০১৮ ১১:৫৯ পূর্বাহ্ণ