২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৪৬

ডিএসইতে গড় লেনদেন হয়েছে ৬২১ কোটি ৪৩ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক:

ডিসেম্বরের পর থেকে বিভিন্ন ইস্যুতে পুঁজিবাজারে বিক্রয় চাপ থাকলেও সদ্য সমাপ্ত সপ্তাহে (৮-১২ এপ্রিল) বিনিয়োগকারীদের সক্রিয়তা বেড়েছে। তাই ৪ মাসের ব্যবধানে লেনদেন মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার।

সদ্য সমাপ্ত সপ্তাহে বাজারের লেনদেন বাড়লেও সার্বিক মূল্য সূচক কমেছে। মূলত আগের সপ্তাহেও বাজারের সিংহভাগ কোম্পানি ও ফান্ডের দর বাড়ায় গত সপ্তাহে মুনাফা সংগ্রহ করেছে বিনিয়োগকারীরা। তাই সপ্তাহের ব্যবধানে বাজারের মূল্য সূচক কমেছে এমনটাই জানিয়েছে বাজার সংশ্লিষ্টরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সদ্য সমাপ্ত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ১০৭ কোটি ১৬ লাখ ৫০ হাজার ৯১৯টি শেয়ার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৭১৪ কোটি ৬২ লাখ ৭৭ হাজার ৭৮৫ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৯২ কোটি ৫৩ লাখ টাকা বা ১৪.৪৬ শতাংশ।

এ সময় ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৬২১ কোটি ৪৩ লাখ টাকা। আগের সপ্তাহে ডিএসইতে গড় দৈনিক লেনদেন হয়েছিল ৫৪২ কোটি ৯২ লাখ টাকা। অর্থাৎ গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৭৮ কোটি ৫০ লাখ টাকা।

এ সময় ডিএসইতে ৯৪ কোটি ৩০ লাখ ৬১ হাজার ৫৩টি শেয়ার লেনদেন হয়েছে। কিন্তু আগের সপ্তাহে ডিএসইতে ৮১ কোটি ৮৪ লাখ ৫৬ হাজার ২৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। অর্থাৎ শেয়ার লেনদেন বেড়েছে ১৫.২২ পয়েন্ট।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া ৩৪২টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, দর কমেছে ১৮৭টির, দর অপরিবর্তিত ছিল ২৪টি প্রতিষ্ঠানের। এর আগের সপ্তাহে ডিএসইতে ২৯৪টি শেয়ারের দর বেড়েছিল।

লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর ৫৫ শতাংশের দর পতনে সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ২৮.০৫ পয়েন্ট। সপ্তাহের শুরুতে ডিএসইএক্স ইন্ডেক্স ৫৮৪১.১৯ পয়েন্টে স্থিতিশীল ছিল। কিন্তু সপ্তাহের ব্যবধানে তা কমে ৫৮১৩.২৪ পয়েন্টে নেমে এসেছে। এ সময় ডিএস-৩০ ও ডিএসইএস সূচক যথাক্রমে ৭.৭৪ পয়েন্ট ও ৩.৭১ পয়েন্ট কমেছে।

অব্যাহত বিক্রয় চাপে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৫৪০ কোটি ৬০ লাখ টাকা। সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৪ লাখ ৫ হাজার ১৫৬ কোটি ৭ লাখ টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবসে ৪ লাখ ৪ হাজার ৬১৫ কোটি ৪৭ লাখ টাকায় নেমে এসেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো। সদ্য সমাপ্ত সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির ২৩০ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময় বেক্সিমকোর শেয়ার দর বেড়েছে ৬.৬২ শতাংশ। টার্নওভার তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ব্র্যাক ব্যাংক। সদ্য সমাপ্ত সপ্তাহে ব্যাংকটির ১১৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৮১ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মধ্যে দিয়ে টার্নওভার তালিকায় তৃতীয় অবস্থানে ছিল মুন্নু সিরামিক।

টার্নওভার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- কেয়া কসমেটিকস, আলিফ ম্যানুফেকচারিং, ইফাদ অটোস, মার্কেন্টাইল ব্যাংক, ইউনিক হোটেল, নর্দান জুট ও আলিফ ইন্ডাস্ট্রিজ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১৩, ২০১৮ ৫:৫৭ অপরাহ্ণ