স্পোর্টস ডেস্ক:
এবছরের জুনে রাশিয়ায় ফুটবল বিশ্বকাপের আসর শুরু হতে প্রায় দুই মাস বাকি। এখন চলছে ২০২৬ সালের আয়োজক দেশ নির্বাচনের তোড়জোড়। সে বছরই এ আসরটিতে অংশগ্রহণকারী দেশের সংখ্যা ৩২ থেকে বেড়ে ৪৮ এ দাঁড়ানোর কথা। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কাতারে অনুষ্ঠিতব্য ২০২২ সালের বিশ্বকাপেই এই সংখ্যা বাড়াতে আগ্রহী।
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসে বৃহস্পতিবার ছিল দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনের বার্ষিক সভা। সেখানে উপস্থিত ছিলেন ইনফান্তিনো। সভায় তার কাছে এই কনফেডারেশনের পক্ষ থেকে ২০২২ সালেই ৪৮ দলের বিশ্বকাপের অনুরোধ জানায়।
প্রস্তাবটি পাওয়ার পর ইনফান্তিনো উচ্ছ্বসিত হন এবং জানান বাকিরা রাজী থাকলে এমন কিছু হতেই পারে, ‘আমার মনে হচ্ছে এটা দারুণ একটা বুদ্ধি। অবশ্যই প্রস্তাবের সম্ভব্যতা সম্পর্কে গবেষণা করতে হবে। এটা যদি গ্রহণযোগ্য হয়, বাকিরাও রাজী হয় তাহলে কিছু হবে। কারণ, ফিফার সভাপতি বা দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন একা এই দিদ্ধান্ত নিতে পারবে না। আমার মনে হয় বিষয়টি খুবই চমকপ্রদ। খুব ভালভাবে গবেষণা করতে হবে এবং সম্ভব হলে কেন নয়?’
সূত্র : দ্য মাইনিচি।
দৈনিক দেশজনতা/এন এইচ