ল্যারি ক্লেম্যান নামে আইনজীবী ও তার আইনি প্রতিষ্ঠান ফ্রিডম ওয়াচ ও বাজ ফটোস, উত্তর টেক্সাসের মার্কিন জেলা আদালতে চীনা সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ‘প্রাণঘাতী করোনাভাইরাসটি চীন ‘যুদ্ধের জৈবিক অস্ত্র’ হিসেবে তৈরি করেছে। চীনের ইচ্ছা বা অনিচ্ছা যেভাবেই হোক এটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ায় মার্কিন আইন লঙ্ঘনের পাশাপাশি আন্তর্জাতিক আইন, চুক্তি ও নিয়ম লঙ্ঘন হয়েছে।’
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, ‘মার্কিন সেনা অথবা অন্য কোনও দেশ যারা চিনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, তাদের ধ্বংস করতেই এই মরণ ভাইরাস তৈরি করেছে চীন। চীনের উহানের ল্যাবরেটরি থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।’
তাই ২০ ট্রিলিয়ন ডলার দাবি করা হয়েছে চীনের কাছে।
করোনাভাইরাসের জন্য এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট ভাষায় চীনকে দায়ী করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে এটিকে চাইনিজ ভাইরাস হিসেবে আখ্যায়িত করেছেন।
সূত্র : এনডিটিভি