নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযোদ্ধা ও তার সন্তানদের জন্য সরকারি চাকরিতে কোটা বহাল রাখার দাবি জানিয়েছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় সংসদ।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে সংগঠনের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন মোল্লা এ দাবি জানান।
তিনি বলেন, ‘কোটা বহালের জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছি। কোটা সংস্কার চেয়ে রাজপথ অবরোধ করে, মানুষকে কষ্ট দিয়ে মূলত তারা মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন। তারা ফেসবুক-টুইটারে মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করে পোস্ট দিয়েছেন।’
মুক্তিযোদ্ধাদের অপমান করে আন্দোলনকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে আইনের আওতায় এনে কঠোর বিচারের দাবি জানান আমির হোসেন।
তিনি মুক্তিযোদ্ধাদের কোটা ব্যবস্থা ফিরিয়ে না দিলে ঢাকায় মহাসমাবেশ করার হুমকি দেন।
মানববন্ধনের সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল সরকারসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশজনতা/এন এইচ