১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১০

অভিষেকের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি হননি কারিনা

বিনোদন ডেস্ক:

কারিনা কাপুর খান বলিউডে পা রাখেন ২০০০ সালে। এত বছরেও তার পেশাদারিত্ব নিয়ে বিশেষ প্রশ্ন ওঠেনি। কিন্তু এই নায়িকাই নাকি অভিষেক বচ্চনের সঙ্গে রোমান্টিক দৃশ্য করতে নারাজ ছিলেন। এই জন্য নায়ককে কেউ কেউ ‘দুর্ভাগা’ও বলেন। এবিপি আনন্দ জানায়, কারিনা-অভিষেক দুজনেরই বলিউডে হাতেখড়ি জেপি দত্ত পরিচালিত ‘রিফিউজি’ দিয়ে। ওই ছবিতে কারিনা-অভিষেকের একটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল।

কিন্তু নবাব পত্মী নাকি পরিচালককে বলেন, কী করে ওই দৃশ্যের অভিনয় করবেন তিনি, অভিষেক যে তার ভাইয়ের মতো! কারিনা নয়, সেই কথা অভিষেক নিজেই ফাঁস করেছেন। সে সময় অবশ্য কারিনার বড় বোন করিশমার সঙ্গে অভিষেকের প্রেম চলছিল। পরে তাদের বাগদান হলেও বিয়ে পর্যন্ত গড়ায়নি। সে জন্যই সম্ভবত কারিনার এই ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি।

তবে এরপরও অন্তরঙ্গ দৃশ্য করতে কারিনা আপত্তি করেন। ‘সত্যাগ্রহ’ ছবিতে অজয় দেবগণের সঙ্গে চুম্বন দৃশ্যে সোজা না করে দেন তিনি। তখন কারিনার সদ্য বিয়ে হয়েছিল। এছাড়া আমির খান, শহীদ কাপুরের সঙ্গে তাকে চুম্বন দৃশ্যে দেখা যায়।

প্রকাশ :এপ্রিল ১২, ২০১৮ ১২:১৮ অপরাহ্ণ