১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৬

আজ থেকে অ্যাডভেন্ট ফার্মার লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক:

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করা অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের লেনদেন আজ (বৃহস্পতিবার) শুরু হবে। এর আগে ৮ এপ্রিল কোম্পানিটি আইপিও লটারির বিজয়ীদের বিও হিসাবে শেয়ার হস্তান্তর করেছিল।বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়,আজ  বৃহস্পতিবার (১২ এপ্রিল) ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে অ্যাডভেন্ট ফার্মা। কোম্পানিটির ট্রেডিং কোড হবে ‘‘ADVENT’’। এছাড়া কোম্পানিটির কোড হবে ১৮৪৯২।

সূত্র জানায়, গত ১১ ফেব্রুয়ারি কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয়। আবেদন চলে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। কোম্পানিটির আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের পক্ষ থেকে ৫৭ গুণ আবেদন জমা পড়েছে। তাই শেয়ার বন্টনে লটারির আয়োজন করে কোম্পানি কর্তৃপক্ষ।

জানা গেছে, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ছেড়ে এ অর্থ উত্তোলন করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২.৪৫ টাকা। এছাড়া বিগত ৪ বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির গড় শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯১ টাকা। আইপিও’র মাধ্যমে উত্তোলিত অর্থে কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয়, ভবন নির্মাণ এবং আইপিও খরচ বাবদ ব্যয় করবে।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড, আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১২, ২০১৮ ১২:২৬ অপরাহ্ণ