ধর্ম ডেস্ক :
দক্ষিণ-পূর্ব এশিয়ার বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ থাইল্যান্ড। দেশটির রাজধানী ব্যাংককে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। থাইল্যান্ডের আন্তর্জাতিক বই মেলা-২০১৮ উপলক্ষ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রিন্টকৃত পবিত্র কুরআনের পাণ্ডুলিপিসহ ফার্সি ভাষায় অনূদিত অনেক বই প্রদর্শন করা হয়।
থাইল্যান্ডে অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলের উদ্যোগে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ প্রদর্শনী উপলক্ষ্যে ফার্সি ভাষায় অনুদিত ইরানের মূল্যবান পাণ্ডুলিপি সূক্ষ্ম নমুনায় প্রিন্ট করা হয়। ৬২০ পৃষ্ঠার বিশাল পাণ্ডুলিপি ইরানের রাজধানী তেহরানের “খাজাস্তে” ছাপাখানায় প্রিন্ট করা হয়েছে।
পবিত্র কুরআনের প্রদর্শনীর পাশাপাশি ইরানী কালচারাল কাউন্সিল এবং আল মোস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ফার্সি থেকে থাই ভাষায় অনুদিত সব গ্রন্থেরও প্রদর্শনী করা হয়। যার সংখ্যা প্রায় ৭০টি।
উল্লেখ্য যে, গত ২৯ মার্চ থেকে থাইল্যান্ডের ব্যাংককে আন্তর্জাতিক বইমেলা ২০১৮ শুরু হয়। গত ৮ এপ্রিল পর্যন্ত এ বইমেলা এবং প্রদর্শনী চলে।
দৈনিক দেশজনতা/এন এইচ