১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৮

কুমিল্লার রামকৃষ্ণপুর সড়কটি চলাচলে অযোগ্য

নিজস্ব প্রতিবেদক:

হোমনা উপজেলার কারারকান্দি থেকে রামকৃষ্ণপুর পর্যন্ত সড়কটি চলাচল অযোগ্য হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, ১০ কিলোমিটারের এ সড়কটির অধিকাংশ স্থানেই পিচ ঢালাই উঠে গিয়ে অসংখ্য খানাখন্দকের সৃষ্টি হয়েছে। ফলে সড়কে চলাচলকারী সিএনজি অটোরিকশাসহ প্রায় বিশ সহস্রাধিক জনতাকে প্রতিনিয়ত চরম কষ্ট সহ্য করে যাতায়াত করতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই এসব খানাখন্দকে পানি জমে পুকুরের আকার ধারণ করে। ফলে বৃষ্টি হলে এ সড়ক দিয়ে সিএনজি অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। বৃষ্টি হলে সড়কটিতে পায়ে হেঁটেও চলাচল করা যায় না। বৃষ্টি ছাড়াও খানাখন্দকের কারণে সড়কে চলাচলকারী সিএনজি অটোরিকশাসহ অন্যান্য যাত্রীকে কিছুক্ষণ পর পর যানবাহন থেকে নেমে ধাক্কা দিয়ে গর্তে আটকে যাওয়া যানবাহনকে গর্ত থেকে উঠাতে হয়।

সড়কটি সংস্কারের সময় কাজের মান নিম্ন হওয়ায় এবং দীর্ঘ দিন যাবত্ সংস্কার না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান ভুক্তভোগী লোকজন। এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

উপজেলা প্রকৌশলী জহিরুল হক জানান, সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক। খুব শীঘ্রই সংস্কারের পদক্ষেপ নেয়া হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১১, ২০১৮ ১:২৩ অপরাহ্ণ