২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৩

মিরাজ, তাসকিনের কাঁধে ও পিঠে ব্যথা, উন্নতি হচ্ছে তামিমের

স্পোর্টস ডেস্ক:

পুনর্বাসন প্রক্রিয়া চলছে তামিম ইকবালের। হাঁটুর ইনজুরির উন্নতিও হচ্ছে এ বাঁহাতি ওপেনারের। পুনর্বাসন শেষ হতে আরও অন্তত তিন সপ্তাহ লাগবে তার। শুধু তামিম নয়, ইনজুরিতে ভুগছেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। মিরাজের সমস্যা কাঁধে। তাসকিনের ব্যথা পিঠে।

বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী গতকাল সাংবাদিকদের জানিয়েছেন, তিন ক্রিকেটারের ক্ষেত্রেই রক্ষণশীল উপায়ে চিকিত্সা চলছে। ফিজিওথেরাপি, ইনজেকশন, ব্যয়াম করছেন তারা। আপাতত অস্ত্রোপচারের টেবিলে যেতে হচ্ছে না তামিমকে। মিরাজের কাঁধে ল্যাবরাল টিয়ার ধরা পড়েছে। দ্রুতই তাকে বিশেষ ইনজেকশন নিতে হবে। এ পদ্ধতিতে ভালো না হলে পরে অস্ত্রোপচার করানো লাগতে পারে মিরাজকে। তাসকিনের ব্যথাও সহনশীল পর্যায়ে আছে।
২০১৪ সালে হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছিলেন তামিম। সেই হাঁটুতেই ব্যথা বেড়েছে নিদাহাস ট্রফিতে খেলার সময়। অস্ত্রোপচারে না গিয়ে স্বাভাবিকভাবে ব্যথা কমানোর চেষ্টা চলছে। স্কিল ট্রেনিং করলেও রানিংয়ে সমস্যা হচ্ছে তামিমের।
এ বাঁহাতি ব্যাটসম্যানের ইনজুরির সর্বশেষ জানাতে গিয়ে গতকাল দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘তামিমের ইনজুরিটা হাঁটুর দু’-তিনটা ইনজুরি মিলিয়ে হয়েছে। হাঁটুর জয়েন্টে সমস্যা আছে, জয়েন্টের বাইরেও আছে। আমরা বাইরের সমস্যাগুলো নিয়ে কাজ করছি। ভালো উন্নতি হচ্ছে। আরও সপ্তাহ তিনেক সময় লাগবে রিহ্যাব পুরো করতে। ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে না। রানিংয়ে সমস্যা হচ্ছে। স্কিল ট্রেনিং চালিয়ে যাচ্ছে। ওর উন্নতি সন্তোষজনক। এই মুহূর্তে আশা করছি অপারেশন লাগবে না ওর।’
অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময় থেকেই কাঁধের ইনজুরি বয়ে বেড়াচ্ছেন মিরাজ। সম্প্রতি থ্রোয়িংয়ে সমস্যা হচ্ছে এ তরুণের। এমআরআইয়ে ধরা পড়েছে, ল্যাবরাল টিয়ার। বিসিবির প্রধান চিকিত্সক বলেছেন, ‘আমরা কনজারভেটিভ উপায়ে চেষ্টা করছি সামলানোর জন্য। ইনজেকশন অথবা ফিজিওথেরাপি দিয়ে ম্যানেজ করার জন্য। তার পর ব্যথা না কমলে, সমস্যা থেকে গেলে পরবর্তীতে অপারেশনে যেতে হবে।’
দ্রুতই মিরাজকে বিশেষ ইনজেকশন নিতে হবে। দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘শিগগিরই ওকে ‘পিআরপি’ ইনজেকশন দেওয়া হবে। এই ইনজেকশন দু’ থেকে তিনবার ব্যবহার করতে হবে। এটার ফল পেতে দেড় থেকে দুই মাস অপেক্ষা করতে হবে। আমরা এরপরই জানতে পারব যে, কনজারভেটিভ ওয়েতে কতটা সফল হতে পারছি।’
প্রায় কাছাকাছি ইনজুরিতে মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচার করতে হয়েছিল।
পিঠের ব্যথার কারণে বিসিএলের চতুর্থ রাউন্ডে খেলছেন না তাসকিন। তরুণ এ পেসারের ইনজুরি নিয়ে দেবাশীষ চৌধুরী গতকাল বলেছেন, ‘গত ৩-৪ মাস ধরে ওর ব্যাক পেইন। এই ব্যাক পেইন পেস বোলারদের জন্য খুবই সাধারণ। এতদিন সহনশীল অবস্থায় ছিল। ওর পারফরম্যান্সে নিম্নগতি দেখা যাচ্ছে, ব্যাক পেইন একটা কারণ হতে পারে। চেষ্টা করছি কিছু ওষুধ ও ফিজিওথেরাপি দিয়ে ম্যানেজ করার। পরিস্থিতি এই পর্যায়ে যায়নি যে অপারেশন লাগবে।’
দৈনিক দেশজনতা/এন এইচ
প্রকাশ :এপ্রিল ১১, ২০১৮ ১:৩০ অপরাহ্ণ