১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৭

প্রিয়ার বিরুদ্ধে আদালতে মামলা

বিনোদন ডেস্ক:

৩০ সেকেন্ডের ভিডিও নিয়ে বারবার বিপাকে পড়ছে হচ্ছে হালের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়রকে। মালায়লম ছবি ওরু আদার লাভের কলাকুশলীদের বিরুদ্ধে আবারো মামলা হয়েছে ভারতের সুপ্রিমকোর্টে।

ওই ছবির একটি গানের ৩০ সেকেন্ডের এক ভিডিও দিয়ে সম্প্রতি দক্ষিণ এশিয়া হইচই পড়ে যায়। প্রিয়ার চোখ মারা দৃশ্য ভাইরাল হয়। কয়েক দিনের মধ্যে জনপ্রিয়তায় বাঘা বাঘা বহু অভিনেতা-অভিনেত্রীকে ছাপিয়ে যায় প্রিয়া। কিন্তু ইসলামে চোখ মারা নিষিদ্ধ হওয়ায় তার ও ওই ছবির সব কলাকুশলীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়। তবে ইতিপূর্বে তাদের অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়।

এবার তার বিরুদ্ধে সুপ্রিমকোর্টে মামলা দায়ের করা হয়েছে। হায়দরাবাদের দুটি রাজনৈতিক দল ‘ওরু আদার লাভ’ ছবির বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে এ মামলা করেছে। অভিযোগকারীদের দাবি, চোখ মারা ইসলামে নিষিদ্ধ। প্রিয়া ওই দৃশ্যের মাধ্যমে ইসলামের অবমাননা করেছেন।

প্রকাশ :এপ্রিল ১১, ২০১৮ ১২:২৩ অপরাহ্ণ