১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৪৬

কর্কটের প্রতারিত হবার আশঙ্কা , কন্যায় বেতন লাভ

মেষ রাশি: (২১ মার্চ – ২০ এপ্রিল) বেকারদের চাকরি সংক্রান্ত তদবিরে কিছু ঝামেলার আশঙ্কা। চাকরিজীবীরা পদস্ত কর্মকর্তার সাথে বিরোধ এড়িয়ে চলতে চেষ্টা করবেন। বাবার সাথে মনমালিন্যর আশঙ্কা প্রবল। রাজনৈতিক ও সামাজিক কাজে দুর্ণামের আশঙ্কা রয়েছে। পারিবারিক ক্ষেত্রে কিছু ঝামেলার সম্মুখীন হতে হবে।

বৃষ রাশি: (২১ এপ্রিল – ২১ মে) আধ্যত্মীক বা অতীন্দ্রিয় কাজের জন্য দিনটি শুভ। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু অনাকাঙ্খিত বাধা বিপত্তির শিকার হতে হবে। বাবার সাথে অকারণে ভুল বোঝাবুঝির সম্মুখীন হতে পারেন। আর্থিক অবস্থা তুলনামূলক ভালো থাকবে। রহস্যজনক উৎস থেকে কিছু ধনলাভের যোগ রয়েছে। প্রবাসী বিদ্যার্থীদের দিনটি ভালো যাবে না। কোনো ঋণাত্মক সংবাদে কিছুটা হতাশ হয়ে পড়তে পারেন।

মিথুন রাশি: (২২ মে – ২১ জুন) পাওনাদারের দ্বারা ঝামেলার শিকার হতে পারেন। আর্থিক অনিশ্চয়তা বৃদ্ধি পাবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লোকশানের আশঙ্কা প্রবল। রাস্তাঘাটে পুলিশি হয়রাণির সম্মুখীন হতে পারেন। কোনো বন্ধু বা আত্মীয়র মৃত্যু সংবাদ পেতে চলেছেন। বকেয়া কিছু টাকা আদায়ে বেগ পেতে হবে।

কর্কট রাশি: (২২ জুন – ২২ জুলাই) জীবন সাথীর সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায়িক কাজে কোনো পার্টনারের দ্বারা প্রতারিত হবার আশঙ্কা প্রবল। শরীর কিছুটা খারাপ যেতে পারে। আজ মানসিক অস্থিরতায় ভুগতে থাকবেন। কোনো রহস্যময় বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে। ব্যবসা বাণিজ্যে রহস্যজনক ঘটনা ঘটতে পারে।

সিংহ রাশি: (২৩ জুলাই – ২৩ আগস্ট) কর্মস্থলে সহকর্মীদের দ্বারা শত্রুতার শিকার হতে হবে। কাজের লোক বা অধিনস্ত কর্মচারীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। ব্যবসা বাণিজ্যে আশানুরুপ লাভের যোগ নেই। শরীর খুব একটা ভালো যাবে না। অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধির আশঙ্কা প্রবল। প্রবাসীরা কোনো আইনি জটিলতায় পড়তে পারেন।

কন্যা রাশি: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) প্রেমিক বা প্রেমিকার বন্ধুর কারণে প্রেমে ঝামেলা হতে পারে। পরীক্ষার্থী সন্তানের পড়াশোনা নিয়ে কিছুটা উদ্বিগ্ন হতে পারেন। ব্যবসায়ীরা কোনো বকেয়া আদায়ে বন্ধুর সাহায্য পেতে যাচ্ছেন। সাংসারিক অবস্থার উন্নতি হবে না। চাকরিজীবীদের বেতন বোনাস লাভের যোগ বলবান।

তুলা রাশি: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) পারিবারিক পরিবেশ কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে। কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অনাকাঙ্খিত ঝামেলা দেখা দেবে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কর্মস্থলে কোনো গোপন শত্রুতার শিকার হতে পারেন। পদস্ত কর্মকর্তার দ্বারা হেনস্তার আশঙ্কা রয়েছে।

বৃশ্চিক রাশি: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) দিনটি রহস্যজনক ঝামেলায় যাবে। বাড়িতে ছোট ভাই বোনের সাথে ভুল বুঝাবুঝিতে জড়িয়ে পরতে পারেন। কোনো প্রতিবেশির সাথে অকারণে শত্রুতার সম্পর্ক তৈরি হতে পারে। মানি এক্সেঞ্জ ও বিকাশ এজেন্সি ব্যবসায় লোকসানের আশঙ্কা রয়েছে। বিদেশ থেকে কোনো হতাশাজনক সংবাদ পেতে পারেন। ফরেক্সের ট্রেডিং এ ক্ষতির আশঙ্কা প্রবল। কোনো অতিন্দ্রীয় সাধক বা ভবিষ্যৎ বক্তার সাক্ষাৎ পেতে পারেন।

ধনু রাশি: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) আর্থিক অনিশ্চয়তায় পড়তে পারেন। খুচরা ও পাইকারী ব্যবসায় আশানুরুপ অগ্রগতি হবে না। বরং আপনার লাভের গুড় অন্যে খেয়ে ফেলতে পারে। সঞ্চয়ের ক্ষেত্রে ঝামেলা দেখা দেবে। কোনো কুটুমের সাথে বিরোধে বা বিবাদে জড়াতে পারেন। আইনগত জটিলতায় ভোগার আশঙ্কা রয়েছে। কোনো কারণে চিকিৎসকের স্মরণাপন্ন হতে পারেন।

মকর রাশি: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) কর্মস্থলে ও ব্যক্তি জীবনে ভুল বোঝাবুঝির সম্মুখীন হতে হবে। শরীর খুব একটা ভালো যাবে না। এলার্জি বা ঠাণ্ডার সমস্যায় ভুগতে পারেন। চাকরিজীবীরা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির নতুন সুযোগ পেয়ে যাবেন। রহস্যজনক উৎস থেকে অর্থ লাভের যোগ দেখা যায়। জীবন সাথীর বিদেশ যাত্রার যোগ বলবান।

কুম্ভ রাশি: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) ভ্রমণে উদ্দেশ্য সাধন হবে না। বৈদেশিক কাজ কর্মে কোনো আইনগত জটিলতা দেখা দিতে পারে। সাংসারিক বিষয়ে কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন। আজ আইনগত জটিলতা থেকে রেহাই পাবার কিছু সম্ভাবনা রয়েছে। অনেকের আবার পায়ে বা কোমড়ে চোট পাওয়ার আশঙ্কা প্রবল।

মীন রাশি: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) কোনো বন্ধুর কাছ থেকে কিছু অর্থ ধার পেতে পারেন। ব্যবসায়িক কাজে কোথাও ভ্রমণের যোগ। রোমান্টিক বিষয়ে অকারণে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। পরীক্ষার্থীরা ঝামেলায় পড়তে যাচ্ছেন। বড় ভাই বোনের কাছ থেকে কিছু উপহার পেতে পারেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১১, ২০১৮ ১২:২৬ অপরাহ্ণ