২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:১৯

পাষাণ’র পর জাজের সিনেমায় চুক্তিবদ্ধ হইনি : মিশা

বিনোদন ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। ইতোমধ্যে আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বর্তমানে ঢালিউডে খলনায়ক হিসেবে একাই রাজত্ব করছেন তিনি। কয়েক বছর ধরে এ অভিনেতার সর্বাধিক সংখ্যক সিনেমা মুক্তি পেয়ে আসছে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার একাধিক সিনেমায় অভিনয় করলেও দীর্ঘ দিন ধরে জাজের কোনো সিনেমায় দেখা যায় না এই অভিনেতাকে।

সর্বশেষ এ প্রযোজনা প্রতিষ্ঠানের ‘পাষাণ’ সিনেমায় অভিনয় করেন মিশা। এরপর জাজের নতুন সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হননি বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এই শক্তিমান অভিনেতা।

এ প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘‘পাষাণ’ সিনেমার পর আজ পর্যন্ত জাজের কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হইনি। একটা কথা সবার মনে রাখা উচিৎ আমার পেশা কিন্তু অভিনয়, নেতা নয়।’’ জাজের সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে এর আগে মিশা সওদাগর বলেছিলেন, ‘জাজের একটি সিনেমার গল্প আমাকে শোনানো হয়েছে। এটি মুক্তিযুদ্ধের গল্প। এতে নায়িকার বাবার চরিত্রে অভিনয় করতে বলা হয়েছে। সিনেমাটির গল্প আমার পছন্দ হয়েছে। তবে এখনো সিনেমাটিতে চুক্তিবদ্ধ হইনি’

জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে মিশা সওদাগরের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই। তবে ঢাকাই চলচ্চিত্র এখন ‘চলচ্চিত্র পরিবার’ ও ‘চলচ্চিত্র ফোরাম’ এই দুই ভাগে বিভক্ত। চলচ্চিত্র পরিবারের অন্যতম নেতা শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। অন্যদিকে চলচ্চিত্র ফোরামের অন্যতম নেতা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। আর এ কারণে তাদের স্নায়ুযুদ্ধটা প্রকাশ্যে আসে। জাজের  বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলনে নামেন মিশা সওদাগর। এ থেকেই তাদের সম্পর্ক দা-কুমড়ায় পরিণত হয়েছিল।

গত ৬ এপ্রিল রাজধানীর সোনারগাঁও হোটেল আব্দুল আজিজের জন্মদিনের কেক কাটা অনুষ্ঠান ও বিজলী সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে আব্দুল আজিজকে সব মনমালিন্য ভুলে চলচ্চিত্র পরিবারের সঙ্গে এক হওয়ার অনুরোধ করলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। এসময় প্রেক্ষাগৃহের মেশিনের ভাড়া কমানোর বিষয়েও আব্দুল আজিজকে অনুরোধ করেন তিনি।

মিশা সওদাগর বর্তমানে বদিউল আলমের ‘খোকন’, ‘হারজিৎ’, ‘আমার মা আমার বেহেশত’, ‘অন্ধকার জগৎ’, সোহানুর রহমান সোহানের ‘অবলা নাড়ী’, ‘রাগি’, জি সরকারের ‘খোদার কসম’, ‘লাভ-২০১৪’, শাহিন সুমনের ‘মাতাল’, ওয়াজেদ আলী সুমনের ‘মনে রেখ’, ‘ক্যাপটেন খান’, আশিকুর রহমান আশিকের ‘অগ্নি পথ’, শফিক হাসানের ‘বাহাদুরী’, মাহমুদ হাসানের ‘অবতার’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’, বজলুর রাশেদ চৌধুরী ‘দেশ নায়ক’, গাজী জাহাঙ্গীরের ‘প্রেমের বাঁধন’, রবিন খানের ‘কানা গলি’সহ প্রায় দুই ডজন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে শামীমুল ইসলাম শমীমের ‘আমার প্রাণ আমার প্রিয়া’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’, ‘ইফতেখার চৌধুরীর ‘বিজলী’ সিনেমা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১১, ২০১৮ ১০:৪৬ পূর্বাহ্ণ