২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:২৪

মার্কিন কংগ্রেসে জাকারবার্গের দু:খ প্রকাশ

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

ফেইসবুক ব্যবহারকারীদের তথ্য চুরির বিষয়ে মার্কিন কংগ্রেসের শুনানিতে দুঃখ প্রকাশ করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। গতকাল মঙ্গলবার ওই শুনানিতে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানের প্রধান হিসেবে ব্যবহারকারীদের তথ্য চুরির ঘটনার দায় মেনে নিয়ে জাকারবার্গ বলেন, ওটা আমার ভুল ছিল, আমি সরি। তিনি বলেন, প্রয়োজনীয় পরিবর্তনের জন্য কিছু সময় দরকার। কিন্তু আমি সবকিছু ঠিক করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।

ডাটা বিশ্লেষক কোম্পানি ক্যামব্রিজ অ্যানালিটিকা ফেসবুকের পাঁচ কোটি গ্রাহকের তথ্য হাতিয়ে নেয়ার ঘটনায় প্রশ্নোত্তর জবাবে জাকারবার্গ এসব কথা বলেন। ২০১৬ সালে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে তদন্তকারী দল ফেসবুকের স্টাফদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন জাকারবার্গ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১১, ২০১৮ ১০:৪২ পূর্বাহ্ণ