১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১১

সুপারহট সোনাক্ষি

বিনোদন ডেস্ক:

সালমান খানের সঙ্গে ‘দাবাং’ ছবিতে অভিনয় করেই মূলত রাতারাতি জনপ্রিয়তা ও সফলতা ধরা দেয় সোনাক্ষি সিনহার ক্যারিয়ারে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে অনেক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন। বলিউডের শীর্ষ নায়কদের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন সোনাক্ষি। চলতি বছরই মুক্তির কথা রয়েছে সালমান-সোনাক্ষি সিনহা অভিনীত ‘দাবাং-৩’ ছবিটি। এরই মধ্যে এ ছবির কাজ অনেকখানি শেষ হয়েছে।

তবে সালমান কারাগারে যাওয়ার ফলে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিলো ছবিটি। তবে এ অভিনেতা জামিন পেয়ে যাওয়ায় এখন আর ছবিটি মুক্তিতে কোন বাঁধা রইলো না। আর বিষয়টি নিয়ে খুবই এক্সাইটেড সোনাক্ষি। এ ছবিটি বিষয়ে তিনি সম্প্রতি বলেন, ‘দাবাং-৩’ আমার ক্যারিয়ারের অন্যতম একটি ছবি হতে যাচ্ছে। সালমান খানের সঙ্গে তিন নাম্বার এ ছবিতে অভিনয় করে অনেক ভালো লেগেছে। অনেক কিছু শিখেছি তার কাছ থেকে। আমি তার প্রতি বরাবরই কৃতজ্ঞ। তবে আমার মনে হয় ‘দাবাং’ সিরিজের ছবি গুলোর মধ্যে এটি হবে সেরা। কারণ অনেক অদেখাই এখানে দেখবেন দর্শক। পাশাপাশি অনেকটাই সুপারহট সোনাক্ষিকে এ ছবিতে আবিস্কার করা যাবে। তাই অপেক্ষায় থাকুন।

প্রকাশ :এপ্রিল ১০, ২০১৮ ১:০৯ অপরাহ্ণ