২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১০

মালয়েশিয়ায় মাদকসহ ৭ বাংলাদেশি আটক

দৈনিক দেশজনতা ডেস্ক:

মালয়েশিয়ায় মাদকসহ আটজনকে আটক করেছে মালয়েশিয়ার কাস্টমস অধিদফতরের পুলিশ। এদের মধ্যে সাতজন বাংলাদেশি ও একজন দেশটির স্থানীয় নাগরিক রয়েছেন। আটকদের সাত বাংলাদেশিকে অভিবাসন আইন ভঙ্গ করার অপরাধে অভিবাসন বিভাগে সোপর্দ করা হয়।  কাস্টমস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর জেনারেল দাতুক জুলকিফুল ইয়াহিয়া এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এতে জানানো হয়, মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের সুবাং জায়া এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে ৪০০ বস্তা মাদক উদ্ধার করা হয়। অভিযান চালানের সময় আট শ্রমিককে ওই গুদামে কাজ করতে দেখেন। তারা একটি কন্টেইনার থেকে মাদক রাখা ও বস্তাগুলো বের করছিল। আটজন শ্রমিকের মধ্যে সাতজন বাংলাদেশি ও একজন স্থানীয় নাগরিক রয়েছে।

মাদক বিভাগের কর্মকর্তারা বস্তাগুলো খোলার পরেই সেগুলোর ভেতর মাদকদ্রব্য দেখতে পান এবং তারা ধারণা করেন, মাদকগুলো ভারতের চেন্নাই হয়ে মালয়েশিয়ার পোর্ট ক্লাং বন্দর দিয়ে প্রবেশ করে। -সংবাদমাধ্যম।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১০, ২০১৮ ১১:৩৩ পূর্বাহ্ণ