বিনোদন ডেস্ক:
অভিনয়ের মাধ্যমে কোটি দর্শকের মন পেয়েছেন আমির খান। পাশাপাশি তিনি ব্রতী হয়েছেন মহারাষ্ট্রকে খরামুক্ত করার উদ্যোগে। আনন্দবাজার পত্রিকা জানায়, আমির খান ও তার স্ত্রী কিরণ রাও ২০১৬ সালে ‘পানি ফাউন্ডেশন’ তৈরি করেন। তখনই তারা মহারাষ্ট্রের তিনটি তালুককে খরামুক্ত করার কাজে ব্রতী হন এবং সে কাজে সফলও হন।
সেই কাজে পাশে ছিল টিভি শো ‘সত্যমেব জয়তে’-এর টিম। এর পর ক্রমশ তাদের কাজ এগোতে থাকে। বর্তমানে প্রায় ৭৫টি তালুক ও ৬০০০ গ্রাম লাভবান হয়েছে এই পানি ফাউন্ডেশনের মাধ্যমে। আমির খান মহারাষ্ট্রের বাকি ২৮৩টি তালুকে তার কাজ চালিয়ে যাবেন। আপাতত আমিরের লক্ষ্য, মহারাষ্ট্রকে খরামুক্ত রাজ্য বানানো।
মহারাষ্ট্রকে খরামুক্ত করার পর অভিনেতার ইচ্ছা, ভারতের অন্য রাজ্যেও এই মডেল প্রয়োগ করা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আমির খান একটি ভিডিও পোস্ট করে ভারতের নাগরিকদের এই কাজে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন। আমিরের মতে, যত বেশি বন্ধুরা এই কাজে এগিয়ে আসবে, ভারত তত তাড়াতাড়ি খরামুক্ত হবে।
২০১৯ সাল থেকেই ভারতের অন্য রাজ্যে আমিরের পানি ফাউন্ডেশন কাজ করতে শুরু করবে।
দৈনিকদেশজনতা/ আই সি