১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৯

ওয়েস্টহ্যামের সাথে ড্র করলো চেলসি

স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিক চেলসি। রবিবার (৮ এপ্রিল) রাতে স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত এ ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ৩৬তম মিনিটে স্পেনের ডিফেন্ডার আসপিলিকুয়েতা গোল করে দলকে এগিয়ে নেন।

এরপর ৭৩তম মিনিটে সমতায় ফেরে ওয়েস্টহ্যাম। গোলটি করেন মেক্সিকোর ফরোয়ার্ড হাভিয়ের এরনান্দেস। ম্যাচের বাকিটা সময় আক্রমণ পাল্টা আক্রমণ চললেও কোনো দল গোল আদায় করতে পারেনি। তাই ড্র নিয়েই মাঠে ছাড়ে দুইদল।

প্রকাশ :এপ্রিল ৯, ২০১৮ ১২:৪১ অপরাহ্ণ