আন্তর্জাতিক ডেস্ক:
পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে উত্তর কোরিয়া আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। দুই দেশের কর্মকর্তারা জানান, দেশের বাইরে তাঁদের এ বিষয়ে বহু আলোচনা হয়েছে। যদিও পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে আগেই দক্ষিণ কোরিয়াকে আশ্বস্ত করেছে উত্তর কোরিয়া। তবে এই প্রথমবার এ বিষয়ে ওয়াশিংটনকে সরাসরি অবহিত করলো পিয়ংইয়ং।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন।
এদিকে নজিরবিহীন এক সম্মেলনে আগামী মে মাসে উভয় নেতা মিলিত হবেন। যদি ওই বৈঠক অনুষ্ঠিত হয় তাহলে এটি হবে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট যিনি উত্তর কোরিয়ার নেতার সঙ্গে মিলিত হবেন। তবে সম্মেলনের স্থানসহ সেটির বিস্তারিত এখনও অজানা রয়েছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

