১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৪

জাপানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক:

জাপানের রাজধানী টোকিওর আটশ’কিলোমিটার পশ্চিমে ওহদা শহরে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। সোমবার (৯ এপ্রিল) সকালে এ ভূমিকম্প আঘাত হানে। এসময় রাস্তায় বিশাল ফাটল সৃষ্টি হয় এবং পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

এদিকে দেশটির আবহাওয়া এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিলো ১২ কিলোমিটার। তবে এ ঘটনায় সুনামি সতকর্তা জারি করা হয়নি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৯, ২০১৮ ১২:৩৭ অপরাহ্ণ