১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৫

ঢাকা- আরিচা মহাসড়কে অবরোধ: যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। সোমবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এরপর থেকে রাস্তার দুই পাশেই যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এসে শেষ হয়। পরে সেখানেই সকাল সাড়ে দশটায় অবস্থান নেয় সহস্রাধিক শিক্ষার্থী।

এদিকে, সকাল থেকেই ক্যাম্পাসের সামনে অবস্থান নেয় শতাধিক পুলিশ। পুলিশের একটি জলকামান ঘটনাস্থলে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, নিরাপত্তা কর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৯, ২০১৮ ১২:৪৪ অপরাহ্ণ