বিনোদন ডেস্ক:
নীলপরী নীলাঞ্জনা, ম্যানিকুইন মুমু, রূপকথা এখন আর হয় না ও স্বপ্নচুরি— এ চার নাটকে দেখা দিয়ে জুটি হিসেবে জনপ্রিয়তা পান তাহসান খান ও জাকিয়া বারী মম। বৈশাখে তাদের দেখা যাবে নতুন নাটকে। তাহসান-মম’র সেই নাটকের নাম ‘সোনালী ইলিশের গল্প’। রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান।
‘সোনালী ইলিশের গল্প’-এর মাধ্যমে প্রথমবার সাগর জাহানের নাটকে অভিনয় করলেন মম। তিনি বলেন, ‘সাগর ভাইয়ের নির্দেশনায় কাজ করে ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দর একটি গল্প, পুরো গুছানো একটি ইউনিট। আশা করছি, দর্শকেরও ভালো লাগবে।’
এদিকে তাহসান বলেন, ‘নাটকের গল্প ভালো। কাজটিও বেশ হয়েছে। সবারই পছন্দ হবে।’ কয়েকদিন আগে ঢাকার একাধিক লোকেশেন নাটকটির শুটিং হয়েছে। বর্তমানে রয়েছে সম্পাদনার টেবিলে। পয়লা বৈশাখে প্রচার হবে আরটিভিতে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

