১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৬

শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের কেওয়াটখিরা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. নজরুল ইসলাম তালুকদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নজরুল উপজেলার কোলাপাড়ার কদুরগাঁও গ্রামের বাসিন্দা।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন জানান, সন্ধ্যায় কেওয়াটখিরা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির নিচে চাপা পড়ে নজরুল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ষোলঘর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৮, ২০১৮ ১১:১২ পূর্বাহ্ণ