১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৮

মিরপুরে তরুণীকে ধর্ষণ: কৃষক লীগ নেতা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:

মিরপুরের রূপনগর এলাকায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় রূপনগর থানা কৃষক লীগের সভাপতি হাজী হারুন ও তার সহযোগী জাহাঙ্গীর আলম মধুকে পুলিশ রিমান্ডে নিয়েছে। রিমান্ডের প্রথম দিন শনিবার তারা ধর্ষণের ঘটনাটি স্বীকার করেছে। রূপনগর থানার ওসি শেখ মো. শাহ আলম শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে এসব তথ্য জানান।
ওসি জানান, শক্রবার তাদের আদালতে হাজির করে রূপনগর থানার পরিদর্শক (অপারেসন্স) পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। সে অনুয়ায়ী শনিবার থেকে তাদের রিমান্ড শুরু হয়। রিমান্ড শেষে আগামী সোমবার তাদের আদালতে নেয়া হবে।
ওসি আরও বলেন, ধর্ষণের শিকার ওই তরুণীসহ তিনজনকে আসামি করে রূপনগর থানায় মামলা করা হয়। ওইদিন রাতেই গ্রেফতার করে পুলিশ। এজাহারভুক্ত অপর আসামি সুমন হাসানকে গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান চলছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৮, ২০১৮ ১১:১৫ পূর্বাহ্ণ