স্পোর্টস ডেস্ক:
সদ্য সমাপ্ত ঢাকা লিগে ডান-হাতি পেসার তাসকিন আহমেদ খেলেছেন আবাহনীর হয়ে। এবারের লিগটা মোটেও ভালো যায়নি তাসকিনের। বেশি রান দেয়ার কারণে শেষদিকে সব ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি। নয় ম্যাচে নিয়েছেন মাত্র ১৬ উইকেট। লিগে ভালো করতে না পারায় অতৃপ্তি রয়েছে তার।
কাল মিরপুর একাডেমি মাঠে তাসকিন বলেন, ‘নয় ম্যাচে ১৬ উইকেট পেয়েছি কিন্তু এটা যদি ২০-২২ হতো, যদি ইকোনমিটা ভালো হতো, তাহলে নিজের ভালো লাগাটা থাকত। চেষ্টা করেছিলাম, দুর্ভাগ্যবশত হয়নি।’ পরিশ্রমের মাধ্যমে আবারও সেরা ফর্মে ফিরবেন বলে আশাবাদী তাসকিন। তিনি বলেন, ‘আসলে কিছু ঠিক করতে হলে সময় লাগে। লিগ চলছিল তাই ঠিক করার সময় পাচ্ছিলাম না। বিসিএল শেষ হওয়ার পর বিশ্রাম পাওয়া যাবে। ওই সময় ফিটনেস নিয়ে কাজ করব। আশা করি ভালো কিছু হবে।’
তিনি বলেন, ‘সত্যি বলতে কী, রান সবাই দিচ্ছে, সবাই মার খাচ্ছে, উইকেটও পাচ্ছে। আমার ক্যারিয়ার ভালো দিয়ে শুরু হয়েছে। কিন্তু শেষ ১০ ম্যাচে আমি আটটিতেই খারাপ করেছি। এজন্য খারাপটা বেশি চোখে পড়ছে। এটাই স্বাভাবিক।’
দৈনিকদেশজনতা/ আই সি