১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৯

জামিন পেলেও বিপদ কাটেনি সালমানের

বিনোদন ডেস্ক:

হরিণ শিকার মামলায় জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন বলিউড সুপারস্টার সালমান খান। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে হাতও নেড়েছেন। তবে এখনই বিপদ থেকে মুক্তি পাচ্ছেন না এ অভিনেতা। বরং তার জন্য কঠিন দিন অপেক্ষা করছে। সালমান খানের জামিনের বিরোধিতা করে রাজস্থান আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন বিষ্ণোই সম্প্রদায়ের আইনজীবী। শনিবার দুপুরে সালমান খানকে জামিন দেয় যোধপুর দায়রা আদালত।

৫০ হাজার টাকার ব্যক্তিগত মুচলেকা দিয়ে জামিন পান তিনি। আদালতের অনুমতি ছাড়া বিদেশেযাত্রা করতে পারবেন না ৫২ বছরের অভিনেতা। পাশাপাশি পরের শুনানির জন্য তাকে ৭ মে আদালতে আসতে হবে। বিষ্ণোই সম্প্রদায়ের আইনজীবী জানিয়েছেন, সালমানের জামিনের বিরোধিতা করে রাজস্থান হাইকোর্টে যাবেন তারা। শনিবার সালমান বাড়ি ফিরতেই আতশবাজি ফাটিয়ে শুরু হয় উৎসব। এরপর পরিবারের সদস্যদের সাথে বাড়ির বারান্দায় আসেন সাল্লু। সেখান থেকে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন ভাইজান। হাত জোড় করে ধন্যবাদও জানান।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৮, ২০১৮ ১১:২২ পূর্বাহ্ণ