১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৯

একটুর জন্য মিস টানা ৬ সেঞ্চুরি !

স্পোর্টস ডেস্ক:

একটুর জন্য কতো কিছু হয় না! কুমার সাঙ্গাকারার আক্ষেপ সেই একটুর জন্যই। ফার্স্ট ক্লাস ক্রিকেট ছেড়ে চলে যাওয়ার শেষ মৌসুমেই এই সংস্করণে টানা ৬ সেঞ্চুরির বিশ্ব রেকর্ড স্পর্শ করার সাথে ছুঁই ছুঁই দুরত্ব ছিল। টানা ৫ ইনিংসে সেঞ্চুরি তো সারের হয়ে করেছেন তার আগেই। কিন্তু ওই একটুর জন্যই স্যার ডন ব্র্যাডম্যানদের ব্র্যাকেটে ঢুকে পড়া হলো না শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান সাঙ্গাকারার। রেকর্ড স্পর্শ করা সেঞ্চুরি থেকে ১৬ রান দুরে শেষ হয়েছে তার ইনিংস।

এই কাণ্ডটা করে ফেলতে পারলে ইতিহাসের মাত্র চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওই রেকর্ডের খাতায় নাম উঠতো সাঙ্গাকারার। যেখানে ব্র্যাডম্যান তার এলিট গ্রুপ নিয়ে দাঁড়িয়ে। সোমবার ইংলিশ কাউন্টিতে এসেক্সের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করলো সারে। ৩৯ বছরের সাঙ্গাকারা স্বস্তিতেই থাকতে পারছিলেন না একপ্রান্তের উইকেট ধরে রেখে। কারণ অন্যপ্রান্তে উইকেট পড়ছিল টপাটপ।৫০ পেরিয়ে অসাধারণ মাইলস্টোনের দিকে এগিয়ে যান সাঙ্গাকারা। এক পর্যায়ে আলোর স্বল্পতায় খেলা বন্ধ হয়। ৭৯ রানে অপরাজিত সাঙ্গাকারা হয়তো তখন ভেবেছেন খেলার শেষ এখানেই। ঘণ্টাখানেক পর খেলা শুরু হয়। কিন্তু ১০৭ বলে ৮৪ রান করে আউট হয়ে যান সাঙ্গাকারা। পার্ট -টাইম স্পিনার টম ওয়েসলে শিকার করেন তাকে। অষ্টম খেলোয়াড় হিসেবে টানা ৫ সেঞ্চুরির রেকর্ড করেই সন্তুষ্ট থাকতে হয় সাঙ্গাকারাকে। ম্যাচটা ড্রতে শেষ হয়।স্যার ডন, ইংল্যান্ডের সিবি ফ্রাই ও দক্ষিণ আফ্রিকার মাইক প্রক্টর ইতিহাসের তিন খেলোয়াড় যারা কেবল ফার্স্ট ক্লাসে টানা ৬ সেঞ্চুরি হাঁকাতে পেরেছেন। ১৯০১ সালে ফ্রাই এই অর্জন করেন প্রথম ব্যাটসম্যান হিসেবে। ১৯৩৮-৩৯ মৌসুমে স্যার ডন সেই রেকর্ড স্পর্শ করেন দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে। ১৯৭০-৭১ সালে প্রক্টর ফ্রাই ও ব্র্যাডম্যানের পাশে নাম লেখানোর পর আর কেউ ওই ক্লাবে ঢুকতে পারেননি।টানা ষষ্ঠ ইনিংসে সেঞ্চুরিটা হলে ওটা সাঙ্গাকারা ক্যারিয়ারের সব মিলে ১০০তম সেঞ্চুরিও হতো। তিনি খেলেছেন যথাক্রমে ১৩৬, ১০৫, ১১৪ ও ১২০ আর ২০০ ও ৮৪ রানের ইনিংস। টানা ৫ ইনিংসে সেঞ্চুরির রেকর্ডে সাঙ্গাকারার সাথে আছেন ব্রায়ান লারা, এভারটন উইকস, মাইক হাসি, পার্থিব প্যাটেলরাও।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ৩০, ২০১৭ ২:২৮ অপরাহ্ণ