১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৯

জয় দিয়ে শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক:

জয় দিয়ে ফ্রেঞ্চ ওপেন শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল। প্রথম রাউন্ডে স্পেনের মার্সেল গ্রানোলার্সকে ৬-৩, ৬-৪ এবং ৬-২ সরাসরি সেটে হারান জোকোভিচ। দ্বিতীয় রাউন্ডে সার্বিয়ার সাবেক নাম্বার ওয়ান তারকার প্রতিপক্ষ পর্তুগালের জাও সুসা।

আগাসির অধীনে প্রথম জয় কেমন লাগছে, এমন প্রশ্নের জবাবে জোকোভিচ বলেন, ‘টেনিসের বাইরেও এবং ভেতরে আমার কাছে তার অনেক কিছুই ভাগাভাগির বিষয় আছে। আমি আসলে সেসব উপভোগ করছি।’

আসরের সর্বোচ্চ শিরোপা জয়ী নাদালকেও কোন পরীক্ষা দিতে হয়নি। ফ্রান্সের বেনোত পায়ারকে ৬-১, ৬-৪ ও ৬-১ সরাসরি সেটে পরাস্ত করেন স্প্যানিশ এই তারকা।

এদিকে শুরুটা দুর্দান্ত করতে পেরে তৃপ্তি ঝরেছে নাদালের কণ্ঠে, ‘শুরুতে জয় পেলে আমি আনন্দিত হই। আর প্রথম রাউন্ডে আমার প্রতিদ্বন্দ্বী কিন্তু সহজ ছিল না।’

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ৩০, ২০১৭ ২:২০ অপরাহ্ণ