বিনোদন ডেস্ক:
হরিণ হত্যা মামলায় জামিন পেলেন বলিউড অভিনেতা সালমান খান। ৫০ হাজার টাকা জরিমানার ভিত্তিতে আজ শনিবার সালমানের জামিন মঞ্জুর করে যোধপুর আদালত। দুপুর ৩টায় রায় ঘোষণা করেন আদালত।
আজ শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে যোধপুর আদালতে শুরু হয় হরিণ শিকার মামলায় দোষী সালমান খানের জামিনের আদালতের দ্বিতীয় দিনের বিচারপর্ব। শুনানিতে ফের জামিনের স্বপক্ষে যুক্তিখণ্ডন করেন সালমানের আইনজীবী। পাল্টা যুক্তিতে উত্তাপ বাড়ান বিষ্ণোই সমাজের আইনজীবীও। অন্যদিকে বিচারকের বদলি হয়ে যাওয়ায় জামিন মঞ্জুর করাতে মরিয়া হয়ে ওঠেন সালমানের আইনজীবীরা।
জামিনের পাশাপাশি সাজা স্থগিত রেখেছে আদালত। যার ফলে আজ অথবা কাল জেল থেকে ছাড়া পাবেন তিনি।
কৃষ্ণসার হরিণ চোরাশিকারের দায়ে বৃহস্পতিবার সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার রূপি জরিমানা করে যোধপুর দায়রা আদালত। ওইদিন বিকালে বলিউড সুপারস্টারকে নিয়ে যাওয়া হয় যোধপুর সেন্ট্রাল জেলে। বৃহস্পতিবার ও শুক্রবার রাত তিনি সেখানেই সাধারণ কয়েদিদের মত ছিলেন।
দৈনিক দেশজনতা/ টি এইচ