অনলাইন ডেস্ক:
পাপুয়া নিউগিনিতে আবারো শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার অনুভূত হওয়া ভূমিকম্প ৬.৩ মাত্রার ছিলো বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূতত্ত্ব কেন্দ্র।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ইগা প্রদেশের পারফারার ৮২ কিলোমিটার (৫১মাইল) দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গত ফেব্রুয়ারিতে ৭.৫ মাত্রার ভূমিকম্পে ১২৫ জন নিহত হয়। স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে জাতিসংঘ জানায়, ফেব্রুয়ারির ভূমিকম্পের ৪০ হাজারেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে। সূত্র: আনাদুলু এজেন্সি
দৈনিক দেশজনতা/ টি এইচ