১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৫৪

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর গুলি, নিহতের সংখ্যা বেড়ে ১০

আন্তর্জাতিক ডেস্ক:

গাজা উপত্যকায় নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার ফিলিস্তিনের বিক্ষোভকারীদের ওপর এই হামলা চালায় ইসরাইলি সেনারা।

একটি সংবাদ সংস্থা জানায়, গাজা উপত্যকায় দ্বিতীয় সপ্তাহের মতো নিরপরাধ নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর ইসরাইলি সেনাদের নির্বিচার গুলিতে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি কিশোর ছেলেও ছিল। এতে কয়েক হাজার ফিলিস্তিন আহত হয়েছেন।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের দাবি, তাদের বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ ও নিরস্ত্র।

হামাস নেতা মাহমুদ আল জাহার বলেন, আজ আমরা সবার কাছে এই বার্তা পৌছাতে চাচ্ছি, আমাদের লড়াইয়ে অস্ত্র ও বন্দুকের ব্যবহার ছিল না।

তিনি বলেন, আমরা অপেক্ষা করছি, বিশ্ববাসী আমাদের বার্তা গ্রহণ করে ইসরাইলকে মানবতাবিরোধী অপরাধ বন্ধে চাপ দেয় কি না, তা দেখার জন্য। বিশ্ব যদি সেক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দেয়, তখন দখলদারদের বিরুদ্ধে আমরা অস্ত্র ব্যবহারে বাধ্য হব।

এদিকে, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ফিলিস্তিনিদের অনুপ্রবেশ বন্ধে ও সীমান্তের বেড়া রক্ষা করতে তারা গুলি ব্যবহার করে যাবে। সূত্র: এএফপি

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৭, ২০১৮ ১২:৩৩ অপরাহ্ণ