১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৭

মুন্সীগঞ্জে ১৪৪ ধারা জারি

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির উপজেলার বালিগাঁও ইউনিয়নে একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপির সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার বিকেলে পাল্টাপাল্টি সভা আহ্বান করার পরই এ ধারা জারি করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার গণমাধ্যমকে জানান, বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আজগর হোসেন চঞ্চলের সাক্ষরিত এক আবেদনপত্র থেকে জানা যায় জেলা বিএনপি যে স্থানে কর্মী সভা ডেকেছে, ইউনিয়ন আ’লীগ একই স্থানে সভা ডেকেছে। এমতাবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা প্রতীয়মান হওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তার জন্য মাইকিংয়ের মাধ্যমে শুক্রবার বিকেলে সকলকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন গণমাধ্যমকে জানান, জেলা বিএনপির সভাটি আয়োজনের জন্য সব মৌখিক অনুমিত নেওয়া হয়েছিল। এতো জায়গা থাকতেও আমাদের সভাস্থলে এলাকায় কেন এমনটি করেছে, জানা নেই।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৭, ২০১৮ ১২:২৫ অপরাহ্ণ