১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৯

মঞ্চ মাতাবেন অপু,মাহি ও পরী

বিনোদন ডেস্ক:

আগামীকাল ৬ এপ্রিল বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন কেন্দ্রিয় কমিটি এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে। রাজধানীর রাজারবাগের পুলিশ অডেটেরিয়ামে এই অনুষ্ঠানে পারফর্ম করবেন বর্তমান সময়ের আলোচিত তিন নায়িকা।

আয়োজকরা জানান, এই অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন অপু বিশ্বাস, মাহিয়া মাহি ও পরীমনি। শুধু এই তিনিজনই নয় তাদের সঙ্গে আছেন আরও কয়েকজন জনিপ্রয় তারকা। এরা হলেন ফেরদৌস, জায়েদ খান, ডি এ তায়েব, নির্মাতা ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস, পায়েল প্রমুখ। গান গাইবেন সুবীর নন্দী, মমতাজ, কনা, সালমা মুহিন।

বিকেল ৪টায় শুরু হওয়া এই অনুষ্ঠানটির প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপি এম (বার) ও ডিএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আছাদুজ্জামান মিয়া বিপি এম (বার)। সভাপতিত্ব করবেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক। অনুষ্ঠানটি পরিচালনা করবেন মোহাম্মদ মাজহারুল ইসলাম।

প্রকাশ :এপ্রিল ৫, ২০১৮ ১০:৫৮ পূর্বাহ্ণ