১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৮

ভারতকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক:

মুম্বাইয়ের গোরেগাঁও স্পোর্টস ক্লাব মাঠে বুধবার সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে জিতে ১-১ সমতায় ফিরে লাল সবুজরা। যার কারণে গতকালকের ফাইনাল ম্যাচটিতে ছিলো টান টান উত্তেজনা।

এইদিন ম্যাচের শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১০১ রান সংগ্রহ করে ভারত হুইলচেয়ার ক্রিকেট দল। সর্বোচ্চ ৩২ রান করেন ললিত। বাংলাদেশের পক্ষে চারটি উইকেট সংগ্রহ করে উজ্জ্বল এবং তিনটি নেন রিপন। ১০২ রানের জবাবে, মিঠুর দুর্দান্ত হাফ সেঞ্চুরি এবং মোর্শেদ অপরাজিত ২৪ রানে ১৩.৩ ওভারেই জয়ের লক্ষে পৌছে যায় বাংলাদেশ। দলের পক্ষে ১০ চারে ৫০ রান করেন মিঠু।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৫, ২০১৮ ১১:১৩ পূর্বাহ্ণ