১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২০

এক বছর পর জাহিদ-ভাবনা

বিনোদন ডেস্ক :

জনপ্রিয় অভিনয়শিল্পী জাহিদ হাসান। টেলিভিশন নাটক-টেলিফিল্ম ও চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে চিত্রনাট্য পছন্দ হলেই কাজে হাত দিচ্ছেন এই অভিনেতা। অন্যদিকে ছোট পর্দার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন আশনা হাবিব ভাবনা। প্রায় এক বছর পর ‘মেঘ পিয়নের চিঠি’ নাটকে একসঙ্গে অভিনয় করলেন জাহিদ হাসান ও ভাবনা। মেহরাব জাহিদ রচিত এ নাটকটি পরিচালনা করেছেন সোহেলা রানা ইমন।

এ প্রসঙ্গে আশনা হাবিব ভাবনার বলেন, ‘‘জাহিদ ভাইয়ের পরিবারের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। তাই ছোটবেলা থেকেই তিনি আমার পরিচিত। খুব স্নেহ করেন। গত বছর ঈদুল ফিতরে জাহিদ ভাইয়ের সঙ্গে কাজ করেছিলাম। এরপর আর কোনো নাটকে কাজ করা হয়নি। এবারো ঈদুল ফিতর উপলক্ষে ‘মেঘ পিয়নের চিঠি’ নাটকে একসঙ্গে কাজ করলাম। ঈদের সময়টাতেই জাহিদ ভাইয়ের সঙ্গে কাজ করা হয়ে থাকে। কাজটি করে ভালো লেগেছে। আশা করছি, নাটকটি দর্শকদেরও ভালো লাগবে।’’

তবে নাটকটির গল্পে কেমন চরিত্রে দেখা যাবে ভাবনাকে তা জানাতে নারাজ এই অভিনেত্রী। এ প্রসঙ্গে ভাবনা বলেন, ‘কেমন চরিত্রে অভিনয় করেছি তা বলা যাবে না। এমনকি নাটকের গল্পও বলা যাবে না। কারণ নাটকের গল্প খুব ছোট হয়ে থাকে। প্রচারের আগে বলে দিলে আর কিছু বাকি থাকে না। তা ছাড়া পরিচালকও এ বিষয়ে আপত্তি করতে পারেন।’

সম্প্রতি নগরীর বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ঈদুল ফিতরে বেরসরকারি একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

প্রকাশ :এপ্রিল ৫, ২০১৮ ১০:৪৮ পূর্বাহ্ণ