১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১১

ইসরাইল বিরোধী লড়াইয়ে ফিলিস্তিনিদের পাশে ইরান

আন্তর্জাতিক ডেস্ক:

দখলদার ইসরাইলকে প্রতিরোধে ফিলিস্তিনের জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের অকুণ্ঠ সমর্থন দেয়ার কথা নিশ্চিত করেছে ইরান। এ কথা জানিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনী ইসরাইলকে প্রতিরোধে মুসলিম দেশগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, প্রতিরোধ সংগ্রামই হচ্ছে নিপীড়িত ফিলিস্তিনিদের রক্ষার একমাত্র পথ। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার এক চিঠির জবাবে খামেনী এ মন্তব্য করেন।

ইরানের পক্ষ থেকে ফিলিস্তিনের জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের ইরান অকুণ্ঠ সমর্থন প্রদান করবে বলে নিশ্চিত করেন দেশটির সর্বোচ্চ নেতা। একই সঙ্গে তিনি দখলদার ইসরাইলের বিরুদ্ধে লড়াই জোরদার করতে ফিলিস্তিনি প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী করার ওপর জোর দেন। খামেনী বলেন, প্রতারক, মিথ্যাবাদী ও জবরদখলকারী ইসরাইলের সঙ্গে আপস-আলোচনার পথ হচ্ছে অপমানের পথ, যা ফিলিস্তিনি জনগণের বিজয়কে শুধু বিলম্বিত করবে।

এ আলোচনার মাধ্যমে নিপীড়িত ফিলিস্তিনের জন্য কিছুই আসবে না। বরং নিঃসন্দেহে লড়াই ও প্রতিরোধই নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের মুক্তির একমাত্র পথ। তিনি বলেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেয়া ইরানের অবশ্যই পালনীয় দায়িত্ব।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৫, ২০১৮ ১০:৪৫ পূর্বাহ্ণ