১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৬

কলকাতা জুড়ে কেবল জয়া

বিনোদন ডেস্ক:

ঢালিউডের জনপ্রিয় মুখ জয়া আহসান। তিনি তার অভিনয় দিয়ে বাংলার দর্শকদের মন জয় করে ওপার বাংলাতেও প্রশংসা কুড়াচ্ছেন। কলকাতায় নির্মাতাদের পছন্দের তালিকায় থাকা এই অভিনেত্রীর চলতি বছরে সর্বাধিক ছবি মুক্তি পেতে যাচ্ছে।

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বর্তমানে টালিউডরে চারটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘ঝরা পালক’, ‘স্বর্গের কাছাকাছি’, ‘এক যে ছিল রাজা’, ‘বৃষ্টির কাছাকাছি’। এর পাশাপাশি ক্রিসক্রস ও কন্ঠ নামের দুটি ছবিতেও কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জয়া বলেন, ‘আমি টালিউডের আবর্ত সিনেমাটি করার পর বেশ খানিকটা বিরতি নিয়েছিলাম। আবর্ত সিনেমা করার পর যেসব চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাচ্ছিলাম সেগুলো রিপিট চরিত্র মনে হয়েছিল। পরবর্তী সময়ে কৌশিক দা, সৃজিত দা আমাকে অভিনয়ের প্রস্তাব দেন। ওখান থেকে যেসব চরিত্র আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়েছে, সেগুলো করতে করতে আর নিজেকে প্রমাণ দিতে দিতে আমাকে বর্তমান সময়ে পৌঁছতে হয়েছে।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া ২০১৩ সালে ‘আর্বত’ সিনেমার মাধ্যমে কলকাতার চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন। এরপর কলকাতায় ‘রাজ কাহিনী’, ‘ঈগলের চোখ’, ‘বিসর্জন’, ‘আমি জয় চ্যাটার্জি’-এর মতো সিনেমা উপহার দেন জয়া আহসান।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৫, ২০১৮ ১০:৩৯ পূর্বাহ্ণ