১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩২

মাশরাফির গড়া রেকর্ড স্পর্শ করলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক:

জাতীয় দলের হয়ে শেষ কয়েক বছর থেকেই নিজেকে মেলে ধরতে পারছেন না টাইগার ওপেনার সৌম্য সরকার। ওয়ানডে দলে এরই মধ্যে হয়ে পড়েছেন অনিয়মিত। প্রিমিয়ার লিগেও তার ব্যাটে তেমন রান নেই। তবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে দলের গুরুত্বপূর্ণ সময় জ্বলে উঠলো তার ব্যাট। রেলিগেশন লিগের ডু অর ডাই ম্যাচে খেললেন ১৫৪ রানের দুর্দান্ত এক ইনিংস। ইনিংসটি সাজান ৯টি চার ও ১১টি ছয়ের সাহায্যে।

লিস্ট ‘এ’ তে এতদিন এক ইনিংসে সর্বোচ্চ ১১ টি ছয় মেরে রেকর্ডটি নিজের করে রেখেছিলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি। এবার ব্রাদার্সের বিপক্ষে ১১ টি ছয় মেরে মাশরাফির গড়া রেকর্ডে ভাগ বসান বাঁ-হাতি ওপেনার সৌম্য।

বুধবার রেলিগেশন লিগের শেষ ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে টিকে থাকতে জয়ের কোন বিকল্প নেই অগ্রণী ব্যাংকের। এমন ম্যাচে জ্বলে উঠলো সৌম্যর ব্যাট। ৬৭ বলে করেন হাফ সেঞ্চুরি। শতরানের ইনিংস খেলতে তার লাগে ১০৭ বল। আর বাকি ৫০ করতে খেলেন মাত্র ১৮ বল। তার ইনিংসে ছিল ৯টি চার ও ১১টি ছয়ের মার।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ৪, ২০১৮ ৩:২৪ অপরাহ্ণ