৮ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৪:৫৯

সনজীদা খাতুনের ৮৬তম জন্মদিন আজ

শিল্প ও সাহিত্য ডেস্ব:

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক অন্যতম নাম সনজীদা খাতুন। বাঙালির সংস্কৃতির অগ্রযাত্রা ও বিকাশে নিবেদিতপ্রাণ এই মানুষটির আজ (৪ এপ্রিল) বুধবার ৮৬তম জন্মদিন। তার ৮৫ বছর পূর্তিতে মঙ্গলবার বাংলা একাডেমির আয়োজনে তাকে সংবর্ধনা জানানো হয়। বুধবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে থাকছে জন্মদিনের আরেকটি আয়োজন।

১৯৩৩ সালের আজকের দিনে ঢাকায় সনজীদা খাতুনের জন্ম। তিনি জাতীয় অধ্যাপক ড. কাজী মোতাহার হোসেনের মেয়ে। ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতক এবং ১৯৫৫ সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

কর্মময় জীবনের স্বীকৃতিস্বরূপ সনজীদা খাতুন অর্জন করেছেন একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুবউল্লাহ জনকল্যাণ ট্রাস্টের স্বর্ণপদক ও সম্মাননা, সা’দত আলী আখন্দ পুরস্কার, অনন্যা পুরস্কার, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সম্মানজনক ফেলোশিপ, বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কারসহ আরও নানা গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সনজীদা খাতুনকে তাদের সর্বোচ্চ সম্মান ‘দেশিকোত্তম’ দিয়েছে। এ ছাড়া তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘রবীন্দ্রস্মৃতি পুরস্কার’, কলকাতার টেগোর রিসার্চ ইন্সটিটিউট থেকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি পেয়েছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ৪, ২০১৮ ৩:২৯ অপরাহ্ণ