নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত এলাকা থেকে ২৭ পিস স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার বেলা ১১টার দিকে এ স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সরকার মো. মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিজিবি ক্যাম্পের হাবিলদার কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা তলুইগাছা বিজিবি ক্যাম্পের ২০০ গজ পশ্চিমে মেইন ১২/৬ পিলারের নিকট আসা মাত্রই বিজিবির উপস্থিতি টের পেয়ে পেপারে মোড়ানো স্বর্ণগুলো রেখে পালিয়ে যায়।
তিনি বলেন, আটককৃত স্বর্ণের ওজন ২ কেজি ৭০০ গ্রাম। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকা ।
দৈনিক দেশজনতা/এন এইচ