স্পোর্টস ডেস্ক:
ভারতের ক্রিকেটে বিশেষ অবদান রাখায় দেশটির তৃতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাব পদ্মভূষণ লাভ করেছেন মাহেন্দ্র সিং ধোনি। গতকাল সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তার ভবনে ধোনির হাতে এই সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ-সহ বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় ধোনির পরনে লেফট্যান্যান্ট কর্নেলের পোশাক ছিল।
ভারতের ক্রিকেটে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। তাকে বলা হয় ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। তার অধিনায়কত্বে গত এক যুগে ভারত আন্তর্জাতিক ক্রিকেটে অনেক ম্যাচে জয় পায়। এছাড়া দীর্ঘ ২৮ বছর পর ভারত ওয়ানডে বিশ্বকাপের শিরোপা পায় তার নেতৃত্বেই।
দারুণ পারফর্ম আর অধিনায়কত্বের জন্য ২০০৮ ও ২০০৯ সালে আইসিসি-র বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার পান ভারতের এই উইকেটকিপার ব্যাটসম্যান। ভারতের ক্রিকেটে অবদানের জন্য কিছুদিন আগেই সাবেক এই অধিনায়ককে ভারতীয় সেনাবাহিনী ‘লেফট্যান্যান্ট কর্নেল’ উপাধিতে সম্মানিত করেন। এই সম্মান প্রাপ্তির পর থেকে ধোনি ভারতীয় সেনাবাহিনীদের একজন হয়ে গেছেন। যার কারণে সেনাবাহিনীর সমস্ত সুবিধাই পাবেন এই তারকা ক্রিকেটার।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

