১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৮

রাজস্থানে স্মিথের বদলি ক্লাসেন

স্পোর্টস ডেস্ক:

২০১৮ আইপিএল থেকে নিষিদ্ধ হওয়া স্টিভ স্মিথের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেনকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় স্মিথকে আন্তর্জাতিক ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পরে তাকে এবারের আইপিএল থেকেও নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। তার আগে তিনি রাজস্থানের অধিনায়কত্বও হারান।

স্মিথ নিষিদ্ধ হওয়ায় আগেই অজিঙ্কা রাহানেকে অধিনায়ক করেছে রাজস্থান। সোমবার প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়কের বদলি হিসেবে ক্লাসেনের নাম ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ২৬ বছর বয়সি ক্লাসেনের আন্তর্জাতিক অভিষেক হয়েছে গত ফেব্রুয়ারিতে। ভারতের বিপক্ষে সীমিত ওভারের সেই সিরিজে বেশ সফলও হয়েছেন তিনি।

গত জানুয়ারিতে আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন ক্লাসেন। ভিত্তিমূল ৫০ লাখ রুপিতেই তাকে কিনেছে রাজস্থান। এ ছাড়া চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যাওয়া মিচেল স্টার্কের বদলি হিসেবে ইংল্যান্ডের ফাস্ট বোলার টম কুরানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।
দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৩, ২০১৮ ১০:২৭ পূর্বাহ্ণ