১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৩

পশ্চিমারা শিশুদের মতো খেলছে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো শিশুদের মতো খেলছে। তারা গ্রহণযোগ্য আচরণ করছে না। অনবরত পশ্চিমা দেশগুলো মিথ্যা কথা বলছে। যুক্তরাজ্যে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ের ওপর রাসায়নিক বিষ প্রয়োগ নিয়ে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এই অভিযোগ করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। খবর বিবিসি’র
গতকাল সোমবার পর্যন্ত ২৯ টি দেশ থেকে রুশ কূটনীতিক বহিষ্কার করা হয়েছে। রাশিয়াও পাল্টা পদক্ষেপ নিয়েছে। গুপ্তচরের ওপর রাসায়নিক বিষ প্রয়োগে রাশিয়াকে দায়ী করছে যুক্তরাজ্য। তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ গতকাল এক সংবাদ সম্মেলনে ফের যুক্তরাজ্যের অভিযোগ অস্বীকার করেন।
তিনি বলেন, যুক্তরাজ্যসহ পশ্চিমারা ভুল তথ্য দিয়ে বিশ্বকে বিভ্রান্ত করছে। কূটনৈতিক বহিষ্কারে মাধ্যমে বিশ্বে ফের স্নায়ু যুদ্ধ শুরু হয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে বলেন, ক্লাসিক কোল্ড ওয়ার। তিনি বলেন, কূটনৈতিক আচরণের কিছু নিয়ম-কানুন আছে। কিন্তু যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র সেগুলো মানছে না। আর তাদেরকে অন্ধের মতো অনুসরণ করছে কিছু দেশ।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :এপ্রিল ৩, ২০১৮ ১০:২৪ পূর্বাহ্ণ