২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:০৬

রোনাল্ডোকে থামানো অসম্ভব

স্পোর্টস ডেস্ক:

শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল রাউন্ড। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস। এরই মধ্যে বিগ ম্যাচের তকমা পেয়ে গেছে এটি। তবে এ মহারণে অধিকাংশই এগিয়ে রাখছেন রিয়ালকে। কারণ তাদের আছে একজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনিই ম্যাচের পার্থক্য গড়ে দেবেন।

এ দলে রয়েছেন খোদ জুভেন্টাস সাবেক গোলরক্ষক ডিনো জোফ। তিনি বলেছেন- একধাপ এগিয়ে, রোনাল্ডোকে থামানো অসম্ভব। আশা করুন, যেন সে মিস করে। ইউরোপসেরা প্রতিযোগিতার লড়াইয়ে রিয়ালের বিপক্ষে খুব একটা সুখস্মৃতি নেই জুভেন্টাসের। গতবার শিরোপার লড়াইয়ে লস ব্লাঙ্কোজদের কাছে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হয় তুরিনের ওল্ড লেডিরা। সেই দুঃস্মৃতি এখনও তাড়া করছে বুফন-দিবালাদের।

অধিকন্তু ইউরোপিয়ান ক্লাবগুলোর টুর্নামেন্টে আগুনে ফর্মে আছেন রোনাল্ডো। এখন পর্যন্ত এবারের আসরে ৮ ম্যাচে ১২ গোল করেছেন তিনি। স্বাভাবিকভাবেই তা ত্রাস ছড়াচ্ছে ইতালি চ্যাম্পিয়নদের শিবিরে।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে দেয়া সাক্ষাৎকারে ডিনো জোফ বলেন, রোনাল্ডো অবিশ্বাস্য খেলোয়াড়। তাকে থামানো অসম্ভব। এ ম্যাচেও রূদ্রমূর্তি ধারণ করবে সে, তা ধরেই নেয়া যায়। আশা করুন, যাতে ওনাগাল বা হাতের মুঠোয় পাওয়া সুযোগগুলো মিস করে।  রিয়াল-জুভেন্টাসের মহারণ গড়াবে তুরিনে রাত ১২টা ৪৫ মিনিটে। সেখান থেকে দুদলের প্রথম লেগ সরাসরি সম্প্রচার করবে সনি টেন-২।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৩, ২০১৮ ১০:৩৫ পূর্বাহ্ণ