২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৩০

সফল উদোক্তা নিপুণ

বিনোদন ডেস্ক:

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী নিপুণ। এই পরিচয় ছাড়াও এখন তিনি একজন নারী উদোক্তা হিসেবে বেশ পরিচিত মুখ। অভিনয়ের বাইরে বর্তমানে নিপুণ তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’-তে বেশি সময় দিচ্ছেন।

সম্প্রতি এই নতুন পরিচয়ের জন্য তিনি সফল নারী উদোক্তা হিসেবে পুরস্কারও জিতেছেন। এ প্রসঙ্গে নিপুণ বলেন, গত বুধবার গুলশান ক্লাবে ‘উইংস অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স’-স্বীকৃতি দেয়া হয়েছে আমাকে। এতে করে আমার দায়িত্ব আরো বেড়ে গেল। মূলত বড়পর্দায় নিয়মিত অভিনয় করেন নিপুণ। তবে মাঝে মধ্যে ঈদে ছোটপর্দার বিশেষ নাটকেও তাকে দেখা যায়। নিপুণ জনালেন, এবারও কথা চলছে। অবশ্য এখনো চুড়ান্ত হয়নি। ঈদে ছোটপর্দার জন্য একটি নাটকে কাজ করার কথা চলছে।

২০০৮ সালে হুমায়ূন আহমেদ রচিত ‘সাজঘর’ ও ২০০৯ সালে ‘চাদের মত বউ’ ছবির মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি।

প্রকাশ :এপ্রিল ২, ২০১৮ ১:৪০ অপরাহ্ণ