১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৬

রণবীরের আইপিএলে পারফর্ম নিয়ে শঙ্কা

অনলাইন ডেস্ক:

রণবীর সিংয়ের ভক্তদের জন্য খারাপ খবর। কাঁধে গুরুতর চোট রণবীরের। তাই আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আদৌ পারফর্ম করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ( আইপিএল)  উদ্বোধনী অনুষ্ঠানে পারফরমেন্স করবেন বলিউড অভিনেতা রণবীর সিং-এতদিন এমনটাই নিশ্চিত ছিলো। সেখানে ১৫ মিনিট পারফরম্যান্সের জন্য  তার পারিশ্রমিক ধার্য হয়েছিল ৫ কোটি রুপি।

‘পদ্মাবত’ খ্যাত  এই অভিনেতার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, একটা ফুটবল ম্যাচ খেলার সময় রণবীর সিং কাঁধে প্রচণ্ড আঘাত পেয়েছেন। চিকিৎসক তাকে একমাস বিশ্রাম নিতে বলেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনি আইপিএলে পারফর্ম করবেন কিনা সে বিষয়ে চিকিৎসকের পরামর্শ মতোই সিদ্ধান্ত নেবেন। দুই একদিনের মধ্যেই চিকিৎসকরা এই বিষয়ে কথা বলবেন বলে জানা গিয়েছে।

আগামী ৭ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে রণবীর সিংয়ের পারফর্ম করার কথা রয়েছে।

সূত্র : বলিউডহাঙ্গামা

দৈনিকদেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ১, ২০১৮ ৩:১৭ অপরাহ্ণ