২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৮

লিবিয়ায় নৌকাডুবির সময় ১২৫ শরণার্থী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক:

লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবির সময় দুই বাংলাদেশিসহ ১২৫ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড সদস্যরা। শনিবার দেশটির জুয়ারা নগরীর উপকূলে ইউরোপ যাওয়ার রুট থেকে তাদেরকে উদ্ধার করা হয়। জুয়ারা দেশটির রাজধানী ত্রিপোলি থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

নৌবাহিনীর কমান্ডার কর্ণেল আবো-আজেলা আমার বলেন, নৌবাহিনীর একটি জাহাজ টহল দেয়ার সময় ২৫ কিলোমিটার দূরবর্তী উত্তরে একটি শরণার্থীবাহী নৌকা থেকে উদ্ধারের জন্য সহায়তা চাওয়া হয়। এ সময় নৌকাটি থেকে ১২৫ জন আফ্রিকান নাগরিককে উদ্ধার করা হয়।তাদের মধ্যে ১৪ জন নারী, চারটি শিশু রয়েছে। জাভিয়া উপকূল থেকে ১৪ কিলোমিটার দূরে ইঞ্জিন নষ্ট হয়ে একটি নৌকা ডুবে যাওয়া দেখে কোস্ট গার্ড উদ্ধার অভিযান চালায়।

তিনি আরো বলেন, নৌকাটিতে থাকা শরণার্থীদের জরুরি চিকিৎসা সেবার প্রয়োজন ছিল। এ সময় একটি সংস্থা নৌকায় থাকা অন্তঃস্বত্ত্বা নারীদের চিকিৎসা সেবা দেয়।

শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সংস্থার তথ্যানুযায়ী, গত বছর সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করতে গিয়ে প্রায় তিন হাজার শরণার্থী ডুবে মারা গেছে বা নিখোঁজ হয়েছে। এদের বেশিরভাগই লিবিয়া হয়ে ইতালি পৌঁছানোর চেষ্টা করেছে। বাসস।

 

দৈনিক দেশজনতা/টি এইচ

প্রকাশ :এপ্রিল ১, ২০১৮ ৩:৫৯ অপরাহ্ণ