আন্তর্জাতিক ডেস্ক:
জম্মু ও কাশ্মিরের ভারতীয় নিরাপত্তা বাহিনীর পৃথক দুই অভিযানে আট জন নিহত হয়েছে। সে দেশের সম্প্রচারমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটে বলা হয়েছে, শনিবার রাতে সোফিয়া ও অনন্তনাগ জেলায় পরিচালিত অভিযানে তারা নিহত হয়। নিহতদের জঙ্গি আখ্যা দিয়েছে পুলিশ। ভারতীয় কর্মকর্তাদের সূত্রে এনডিটিভি সোফিয়ান জেলায় আরও একটি অভিযান চলমান থাকার কথা জানিয়েছে। সেখানে তিন থেকে চার জঙ্গিকে টার্গেট করার কথা জানিয়েছে পুলিশ।
সোপিয়ান এলাকায় জঙ্গিদের একটি দল লুকিয়ে আছে এমন খবরের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালায় সেনা বাহিনী। সেনাবাহিনীর গুলিতে সেখানে ছয় জঙ্গি নিহত হয়। অপরদিকে রোববার ভোররাত থেকে দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগের দিয়ালগাম এলাকায় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় শুরু হয়। সেখানে নিহত হয়েছে আরও দুই জঙ্গি। এক জঙ্গিকে আটক করেছে সেনাবাহিনী।
নিহত জঙ্গিদের পরিচয় এখনও জানানো হয়নি। তবে তারা পাকিস্তানের নাগরিক বলে উল্লেখ করা হয়েছে। প্রাথমিক ভাবে জঙ্গিরা প্রত্যেকেই পাক মদতপুষ্ট কোনও জঙ্গি সংগঠনের সদস্য বলে মনে করছে সেনাবাহিনী।
কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। কেউ কেউ আবার কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে। ইতিহাসের ধারাবাহিকতায় সেখানকার স্বাধীনতা আন্দোলনের ইসলামীকিকরণ হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মিরের জাতিমুক্তি আন্দোলনকে বিভিন্ন জঙ্গিবাদী তৎপরতার থেকে আলাদা করে শনাক্ত করে না। সন্দেহভাজন জঙ্গি নাম দিয়ে বহু বিদ্রোহীর পাশাপাশি বেসামরিকদেরও হত্যার অভিযোগ রয়েছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে।
শনিবারের দুই অভিযানে চার পুলিশ সদস্যের আহত হওয়ার কথাও জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। কর্মকর্তারা বলছেন, সোফিয়ান জেলায় আরও একটি আস্তানা ঘিরে অভিযান চলছে। তিন থেকে চারজন জঙ্গি সেখানে থাকতে পারে বলে সংবাদমাধ্যমের কাছে আশঙ্কা জানিয়েছে পুলিশ।
দৈনিক দেশজনতা/টি এইচ